ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

কোনো কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখলের প্রমাণ পেলে তার কাউন্সিলরশিপ থাকবে না: আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখলের প্রমাণ পেলে অবশ্যই তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। এমনকি দখলের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলেও কাউন্সিলরশিপ থাকবে না। আমি নিজে মন্ত্রণালয়কে চিঠি লিখব কাউন্সিলরকে কাউন্সিলরশিপ বাতিলের জন্য।


শুক্রবার রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের স্লুইচগেট-সংলগ্ন খিদির খালের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন খনন করা খালের উদ্বোধন করেন মেয়র আতিক। খালটি দখলে গোল্ডেন মনির ও একজন কাউন্সিলরের নাম আসায় তিনি এমন কঠোর বার্তা দিলেন।


 রাজউকসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতি নির্দেশনা দিয়ে মেয়র বলেন, শুধু প্লট বরাদ্দ দিলে হবে না, ঢাকা শহরে ডাম্পিং ইয়ার্ড নেই। অথচ একটার পর একটা প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। খালের উপর বরাদ্দ দিচ্ছে খালের বিষয়টি ভাবতে হবে। খাল উন্মুক্ত রাখতে হবে। খাল ভরাট করলে চলবে না।

তিনি বলেন, সরকারি সব সংস্থার কাছে আমার অনুরোধ থাকবে কোনো কিছুর অনুমতি দেয়ার আগে সিএস ম্যাপ, আরএস ম্যাপ দেখুন, মহানগর জরিপ দেখুন তারপর চিন্তাভাবনা করবেন জায়গার বরাদ্দ দেবেন।

ads

Our Facebook Page